মধ্যপ্রদেশে হোঁচট খেল বিজেপি, জয় প্রায় অসম্ভব!

হাত শিবিরেই ভরসা রাখলেন বিজেপি বিধায়ক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kamlesh_suman123.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশ নির্বাচনের আগে বিজেপি শিবিরে বড় ধাক্কা। নাড্ডা দাওয়াই কার্যত কাজে এল না। হাত শিবিরেই ভরসা রাখলেন বিজেপি বিধায়ক।

বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কমলেশ সুমন। ঠিক নির্বাচনের আগে এমনই চরম সিদ্ধান্ত নিলেন তিনি। এদিন কংগ্রেসে যোগ দিয়ে তিনি বলেন, “আমি আমার পুরো জীবন বিজেপিতে কাটিয়েছি। আমি ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত একজন সক্রিয় বিধায়ক ছিলাম। তবে, বিজেপি এখন সঠিকভাবে কাজ করছে না। আর শিবরাজ সিং চৌহান দলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছেন। দলে তিনিই শেষ কথা। দলে আর ব্যক্তিগত মতামত রাখার জায়গা নেই। তাই এই কারণেই আমি কংগ্রেসে যোগ দিলাম”। নির্বাচনের আগে এই দলত্যাগ বিজেপির চাপ বাড়াবে বলেই মনে করছে বিজেপির একাংশ।

 

hiren