নিজস্ব সংবাদদাতা: আরজেডি নেতা তেজস্বী যাদবের বক্তব্যের বিষয়ে নবনির্বাচিত বিজেপি বিধায়ক মনজিন্দর সিং সিরসা বলেছেন, "এটা সম্পূর্ণ মিথ্যা যে মহাকুম্ভমে হাজার হাজার মানুষ মারা গেছেন। এত সস্তা বক্তব্য দেওয়ার জন্য তার লজ্জা পাওয়া উচিত। দেশের জনসংখ্যার এক-চতুর্থাংশ কীভাবে কোনও ব্যবস্থা ছাড়াই মহাকুম্ভমে আসতে পারে?" কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, "প্রত্যক্ষ প্রমাণ থাকলেই কেবল অভিযোগ করা যেতে পারে। দেশের কোন কোণে আমাদের সরকার গঠিত হয়নি?তারা (কংগ্রেস) কেবল তাদের অপরাধ লুকানোর উপায় খুঁজছে।"