নিজস্ব সংবাদদাতা : এবার নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে বড় দাবি করে বসলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তিনি বলেন, ''মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লির মতো পশ্চিমবঙ্গের নির্বাচনকেও বিজেপি প্রভাবিত করতে চাইছে। আমাদের ধারণা, এই রাজ্যের অনেক ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, আর অন্যান্য বিজেপি শাসিত রাজ্য যেমন হরিয়ানা ও গুজরাট থেকে নতুন ভোটার এনে, এই রাজ্যের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করেই বিজেপি এই কাজ করছে।''