বায়ুসেনার গাড়িতে জঙ্গি হামলা! 'স্টান্টবাজি'! কংগ্রেসকে পাল্টা জবাব বিজেপির

শনিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভারতীয় বায়ুসেনার গাড়িতে জঙ্গি হামলার বিষয় নিয়ে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এক মন্তব্যের কড়া জবাব দিলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ।

author-image
Probha Rani Das
New Update
ravi shankar prasad fg.jpg

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভারতীয় বায়ুসেনার গাড়িতে জঙ্গি হামলা হয়। এই ঘটনায় বিমান বাহিনীর এক কর্মীর মৃত্যু হয়েছে। এই বিষয় নিয়ে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা চরণজিৎ সিং চান্নির 'স্টান্টবাজি' মত্নব্য নিয়ে বিশেষ বক্তব্য পেশ করলেন পাটনা সাহিব থেকে বিজেপি প্রার্থী রবিশঙ্কর প্রসাদ।

jkhllp1.jpg

তিনি বলেছেন, “জাতীয় সুরক্ষা নিয়ে তারা যদি এই ধরনের বিবৃতি দেয় তবে আমরা কী বলতে পারি। তারা কি সন্ত্রাসীদের পক্ষে কথা বলছে? উরি, বালাকোটের পর রাহুল গান্ধী প্রমাণ চেয়েছেন। তারা বলেন, আমরা শহীদ হয়ে রাজনীতি করি। বর্তমানেও একই ঘটনা ঘটছে। এরা সন্ত্রাসীদের সঙ্গে চুক্তি করে। তারা পিএফআইয়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না কারণ তারা একটি ভোট ব্যাংক চায়। যারা এই কাজ করেছে তাদের শেষ হয়ে যাবে কিন্তু শাহাদাতকে উপহাস করা উচিত নয়।” 

jkhllp2.jpg

Add 1