সতর্কবার্তা দেওয়ার পরও ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার! বিস্ফোরক বিজেপি নেতা

ওয়ানাডে ভূমিধসের ঘটনা সম্পর্কে বিজেপি নেতা ভি মুরলীধরন বলেছেন, আমরা আশা করি যে ত্রাণ কার্যক্রম এগিয়ে গেলে আমরা আরও জীবন বাঁচাতে সক্ষম হব।

author-image
Probha Rani Das
New Update
V Muraleedharanw1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ওয়ানাডে ভূমিধসের ঘটনা সম্পর্কে বিজেপি নেতা ভি মুরলীধরন বলেছেন, "আমরা আশা করি যে ত্রাণ কার্যক্রম এগিয়ে গেলে আমরা আরও জীবন বাঁচাতে সক্ষম হব সবার যাচাই করার জন্য তথ্য রয়েছে, আমার কাছে ১৮ ও ২৫ জুলাই দেওয়া সতর্কবার্তার কপিও আছে। 

v muralidharan1.jpg

সতর্কতা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার ছিল। যদি তা না করা হয়ে থাকে, তাহলে সরকারের উচিত কার দোষ তা খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এখানে দোষারোপের কোনও বিষয় নেই, ভারত জোটের কয়েকজন সাংসদ যদি কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করতে চান, সংসদকে বিভ্রান্ত করা যাবে না, তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সংসদে তথ্য তুলে ধরা।” 

Adddd