নিজস্ব সংবাদদাতাঃ আজ শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বিস্ফোরক টুইট করেছেন।
তিনি টুইট করে জানিয়েছেন, হেফাজতে মৃত্যু হয়েছে মমতা পুলিশের অত্যাচারে বিজেপি কার্যকর্তার।
নাম - সঞ্জয় বেরা
বয়স - ৪২
ঠিকানা - পুরুষোত্তম নগর, ডেবরা; পশ্চিম মেদিনীপুর জেলা
তিনি আরও বলেছেন, “৪ জুন তৃণমূল-বিজেপি সংঘর্ষের পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পরে ভর্তি হন মেদিনীপুর মেডিক্যাল কলেজে।
১১ তারিখ প্রেসিডেন্সি জেলে (মেদিনীপুর) ফেরা। ফের পাঠানো হয় পিজি হাসপাতালে।
আজ তিনি মারা গেছেন। পড়ে গিয়ে তার মাথায় আঘাত লেগেছে বলে খোঁড়া অজুহাত দেখাচ্ছে পুলিশ।”
তিনি আরও জানিয়েছেন, “আমি এই ঘটনায় সিবিআই তদন্ত বা বিচারবিভাগীয় তদন্ত দাবি করছি।
রাষ্ট্র যদি বিরোধী দলকে চুপ করানোর জন্য বিচারবহির্ভূত পথ বেছে নেয়, তাহলে তা আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে, কারণ সাধারণ জনগণ আইনশৃঙ্খলা রক্ষকদের ওপর আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলবে এবং শেষ পর্যন্ত পরিস্থিতি নৈরাজ্যের দিকে ধাবিত হবে।”