নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের মন্ত্রী তথা কংগ্রেস নেতা শিবরাজ এস তাঙ্গাদাগির মন্তব্য প্রসঙ্গে মঙ্গলবার অর্থাৎ আজ বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী বলেন, "কর্ণাটকের কংগ্রেস সরকারের সংস্কৃতিমন্ত্রী শিবরাজ তাঙ্গাদাগি বলেছেন, যে ছাত্ররা 'মোদী-মোদী' স্লোগান তুলবে, তাদের চড় মারা উচিত। যাঁরা দেশে গণতন্ত্র শেষ হয়ে গিয়েছে বলে কান্নাকাটি করেন, তাঁদের কাছে জানতে চাই, রাজনৈতিক স্লোগান দেওয়ার জন্য কাউকে চড় মারা কি ন্যায়সঙ্গত? আমি কংগ্রেস নেতৃত্বকে জিজ্ঞাসা করতে চাই, এটা কি সেই কংগ্রেস যারা একসময় মহাত্মা গান্ধীর নীতি নিয়ে কাজ করেছিল। এটি একটি লক্ষণ যে তারা পরাজয়ের হতাশার কারণে হিংস্র হয়ে উঠতে পারে। রাহুল গান্ধীর কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। ইন্ডিয়া জোট শুধু পরাজয়ের দিকে নয়, আত্মধ্বংসের দিকেও এগোচ্ছে।"