নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুনের মামলা নিয়ে বিজেপি নেত্রী স্মৃতি ইরানি বলেন, “প্রশ্ন উঠছে, ওই ফ্লোরে ওই মহিলা চিকিৎসকের চিৎকার কি কেউ শুনতে পায়নি? সংবাদমাধ্যমের রিপোর্ট থেকেও জানা গিয়েছে, ওই মহিলার শরীরে ১৫০ মিলিগ্রাম বীর্য পাওয়া গিয়েছে। এটা কি একজন ধর্ষকের কাজ?
এটা কি সম্ভব যে একজন ব্যক্তি ওই নারীকে ধর্ষণ করছে, তার পা ভেঙেছে, তার হাত ভেঙে দিচ্ছে, চোখ উপড়ে ফেলছে, তার বুকে আঘাত করছে, তার পেটে আঘাত করছে এবং সেই মহিলা চিৎকার করছে এবং কেউ তার কথা শুনছে না? আর এই পুরো কাজটি কি একজন ধর্ষক একাই করেছে? কে সেই ব্যক্তি যার কারণে ধর্ষককে হাসপাতালে আশ্বস্ত করা হয়েছিল যে সে ধর্ষণ করে বাড়ি ফিরতে পারবে?
কে সেই ব্যক্তি যিনি এমন জঘন্য অপরাধের পরেও হাসপাতালের একই তলায় সংস্কার অব্যাহত রেখেছিলেন? যে পুলিশ অফিসার ওই মহিলার বাবা-মাকে ফোন করে জানিয়েছেন যে মেয়েটি আত্মহত্যা করেছে, তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে? কে সেই অফিসারকে নির্দেশ দিয়েছিল যে মেয়েটির বাবা-মাকে বলতে হবে যে এটি আত্মহত্যা? সেই কর্মকর্তা যদি তার ঊর্ধ্বতন কর্মকর্তা হন, তাহলে তিনি কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছলেন?”
#WATCH | RG Kar Medical College and Hospital rape-murder case | BJP leader Smriti Irani says, "...The question arises did no one hear the screams of that woman on that floor? It has also come to light from media reports that 150 mg of semen was found in that woman. Is this the… pic.twitter.com/xRnAe4zXnv