৫.৩০ কোটি টাকা উদ্ধার, দেশে বড় দুর্নীতি, ফাঁস করলেন BJP নেত্রী

দুর্নীতি নিয়ে বড়সড় দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী। চমকে গেলেন সকলে।

author-image
SWETA MITRA
New Update
6c933ac4-cd02-4309-95ff-a8cdd568e01f.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের বিধানসভা ভোটের আগে বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয়  মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি আজ শনিবার রাজ্যের ক্ষমতাসীন সরকার অর্থাৎ কংগ্রেসকে তুলোধনা করে ছাড়লেন। তিনি আজ এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ক্ষমতায় থেকে ক্ষমতার খেলা ছত্তিশগড় কংগ্রেস নেতৃত্বের বড় মুখ হয়ে উঠেছে। গতকাল ভূপেশ বাঘেলজির বিরুদ্ধে কিছু চমকপ্রদ তথ্য দেশের সামনে উপস্থাপন করা হয়। অসীম দাস নামে এক ব্যক্তির কাছ থেকে ৫.৩০ কোটি টাকারও বেশি উদ্ধার করা হয়েছে। আজ আমি কিছু প্রশ্ন করতে চাই- এটা কি সত্য যে অসীম দাস শুভম সোনির মাধ্যমে ছত্তিশগড়ের কংগ্রেস নেতাদের কাছে টাকা পাঠাতেন? এটা কি সত্য যে শুভম সোনির ভয়েস মেসেজের মাধ্যমে অসীম দাসকে রায়পুরে গিয়ে ভুপেশ বাঘেলকে নির্বাচনী খরচের জন্য টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল? অসীম দাস তার জবানবন্দিতে স্বীকার করেছেন যে তিনি আদেশ অনুযায়ী দুবাই এসেছিলেন। তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কংগ্রেসের নির্বাচনী ব্যয়ের জন্য অর্থ দেওয়া হোক। অসীম দাস স্বীকার করেছেন যে এই অর্থ মহাদেব অ্যাপের অধীনে অবৈধ বেটিং থেকে এসেছে। অসীম দাস স্বীকার করেছেন যে শুভম সোনি মহাদেব অনলাইন বুকএর শীর্ষ স্তরের পরিচালনার অংশ।‘

 

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ‘কংগ্রেস দল হাওলা অপারেটরদের ব্যবহার করে ছত্তিশগড় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ছত্তিশগড় পুলিশ এবং অন্ধ্রপ্রদেশ বিজেপির প্রশাসনিক আওতাধীন নয়। তাহলে কি ভূপেশ বাঘেল নিজের সরকারকে নিয়েই প্রশ্ন তুলছেন?’