নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ বিজেপি নেতা শেহজাদ পুনওয়ালা বলেন, "বাজেট নিয়ে ইন্ডিয়া জোটের অবস্থানে অনড় থাকা দরকার। আরজেডি বলছে বিহারকে 'ঝুনঝুনা' দেওয়া হয়েছে, অন্যদিকে মল্লিকার্জুন খাড়গে বলছেন বিহার ও অন্ধ্রপ্রদেশকে 'পকোড়া ও জলেবি' দেওয়া হয়েছে। আরজেডিকে স্পষ্ট করতে হবে যে তারা মল্লিকার্জুন খাড়গের দৃষ্টিভঙ্গির সাথে দাঁড়াবে কিনা এবং তারা কি নীতি আয়োগের বৈঠক বয়কট করবে? রাজ্যগুলোকে দেওয়া এই বাজেটের সিংহভাগ উত্তরপ্রদেশে গিয়েছে, প্রায় ১৮ শতাংশ। পশ্চিমবঙ্গকে প্রায় ৯৩ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। বিশেষ প্রকল্পের পাশাপাশি মহারাষ্ট্রকে ৭৮ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। ওঁরা শুধু মিথ্যার রাজনীতি করছে আর এখন বলছে নীতি আয়োগের বৈঠক বয়কট করবে।"