নিজস্ব সংবাদদাতা: দিল্লি-এনসিআরে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা গ্যাস মাস্ক পরেছেন।
তিনি বলেছেন, "দিল্লি একটি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। AAP এর জন্য পাঞ্জাবে ন্যাড়া পোড়ানোকে দায়ী করত। এখন, পাঞ্জাবে খড় পোড়ানোর 6000-এরও বেশি ঘটনা ঘটেছে কিন্তু তারা সে বিষয়ে নীরব থাকাই বেছে নিয়েছে। বায়ু দূষণ বৃদ্ধির জন্য তারা দিওয়ালি, উত্তরপ্রদেশ ও হরিয়ানাকে দায়ী করে। কিন্তু এই পরিস্থিতির জন্য দিল্লির অভ্যন্তরীণ কারণ নিয়ে তারা নীরব...যমুনা নদীর দূষণ হোক বা দিল্লির বায়ু দূষণ, এই সবের জন্য AAP দায়ী"।