নিজস্ব সংবাদদাতা: কংগ্রেসের ভারত ন্যায় যাত্রা নিয়ে খোঁচা দিলেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা। তিনি বলেন, "যেভাবে তারা তিনটি রাজ্যে হেরেছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালের তাঁর প্রতি আস্থা নেই এবং মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করছেন, এবং কংগ্রেস যেভাবে ধীরে ধীরে ইন্ডিয়া জোটের কাছে নিজের গুরুত্ব হারিয়ে ফেলছে, তাতে এই যাত্রা অবশ্যই রাহুল গান্ধীকে নিজেকে আবার লঞ্চ করা এবং পুনঃব্র্যান্ডিং করার এবং কংগ্রেস পার্টিকে পুনরায় অবস্থান তৈরী দেওয়ার জন্য একটি যাত্রা। কেসি ত্যাগী বলেছেন একটি ইন্ডি ন্যায় যাত্রা করা উচিত ছিল। আমার মতে এই মুহূর্তে ইন্ডি জোটের মতপার্থক্য দেখে ইন্ডি জোড়ো যাত্রা প্রয়োজন'।