নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেছেন, "আজ একটাই প্রশ্ন, অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যখন গুরুতর দুর্নীতির অভিযোগ উঠল, তখন তিনি পদত্যাগ করেননি। ১৫০ দিন জেলে থাকলেও পদত্যাগ করেননি। আদালতের শর্ত সাপেক্ষে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, এখন বাধ্য হয়ে নেওয়া পদক্ষেপকে শক্তি বলছেন তিনি। ৩ মাস আগে (লোকসভা নির্বাচনে) জনগণ আপনাকে ৭টির মধ্যে ০টি আসন দিয়ে আপনার সততা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। আজ তারা দিল্লিকে মুখ্যমন্ত্রী দিয়েছে। আগে একজন মুখ্যমন্ত্রী জেলে ছিলেন, তারপর জামিন নিয়ে আর এখন মুখ্যমন্ত্রী আছেন।"