নিজস্ব সংবাদদাতাঃ মিমিক্রি (Mimicry Row) নিয়ে যেন বিতর্ক থামতেই চাইছে না। আবারও একবার শিরোনামে উঠে এলেন তৃণমূল সাংসদ কল্যাণ গঙ্গোপাধ্যায় (Kalyan Banerjee) ও বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নিয়ে ঠাট্টা করার বিষয়ে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা (Shehzad Poonawalla) বলেন, "তৃণমূল সাংসদ ভাইস প্রেসিডেন্টকে নকল করা অধিকার বলে অভিহিত করেছেন । তিনি আরও বলেন, ভাইস প্রেসিডেন্টের উচিত নয় ছোট বাচ্চার মতো মায়ের কাছে অভিযোগ করা। গোটা আইএনডিআই জোট, বিশেষ করে টিএমসি এবং রাহুল গান্ধী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উৎসাহিত করছেন।"