নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেছেন, "রাহুল গান্ধী একজন অধিকারী পরিবারতান্ত্রিক এবং অপরিপক্ক নেতা, বিশেষত যখন তিনি হেরে যান তখন তাঁর কোনও অনুগ্রহ থাকে না। রাহুল গান্ধী নির্বাচন কমিশন এবং পুরো নির্বাচনী প্রক্রিয়াকে দোষারোপ করছেন কারণ তিনি হরিয়ানায় নির্বাচনে হেরেছেন এবং তিনি এটি মেনে নিতে পারছেন না। জম্মু-কাশ্মীরে আপনি নির্বাচনে জিতুন, সংবিধান ঠিক আছে। আর হরিয়ানায় ভোটে হারলে সংবিধান, ইভিএম, নির্বাচন কমিশন সব বিপদে পড়ে যায়। তিনি তার পরিবারের স্বার্থকে জাতীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়েছেন। হুডা জি এবং সেলজা জি উভয়ই সুন্দরভাবে পরাজয় স্বীকার করেছেন। রাহুল গান্ধী কি তাদের উড়িয়ে দিচ্ছেন?"
প্রসঙ্গত, এর আগে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী টুইট করে জানিয়েছেন, 'জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা- ইডিয়া জোটের জয় সংবিধানের জয়, গণতান্ত্রিক আত্মসম্মানের জয়। আমরা হরিয়ানার অপ্রত্যাশিত ফলাফল বিশ্লেষণ করছি। বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে আসা অভিযোগ নিয়ে আমরা নির্বাচন কমিশনকে জানাব।'