নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলা নিয়ে এনসিপি-এসসিপি নেতা অনিল দেশমুখের মন্তব্যের জবাবে,ইন্ডি জোটকে কার্যত ধুয়ে দিলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। আজ তিনি বলেন, "রবার্ট বঢরা, অনিল দেশমুখ, আবু আজমি ও AIUDF বিধায়কের সাম্প্রতিক মন্তব্য এটাই প্রমাণ করে যে,ইন্ডি জোট সবসময় পাকিস্তানি ইসলামিক জিহাদের পাশেই রয়েছে।"
/anm-bengali/media/media_files/AW02sB9NTb1m6iUh0iR2.jpg)
এরপর তিনি বলেন,"ভুক্তভোগীদের বয়ান না শুনেই অনিল দেশমুখ কেন একথা বলছেন, যে ধর্ম দেখে হত্যা করা হয়েছে কিনা তা নিশ্চিত নয়? এটা কি ওই নিহত মানুষদের নিয়ে উপহাস করা নয়?"