বাপ পুলিশকে খৈনি বানাতে দিত, ছেলে নাচাচ্ছে ! আরজেডি-কে বেনজির আক্রমণ করলেন বিজেপি নেতা

কেন এই কথা বললেন এই বিজেপি নেতা ?

author-image
Debjit Biswas
New Update
shahnawaz hussainw2.jpg

নিজস্ব সংবাদদাতা : হোলি উৎসবের দিন তেজ প্রতাপ যাদবের কথায় নেচে ছিলেন এক পুলিশ কনস্টেবল, যারফলে আজ তাকে অপসারিত করা হয়। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই আরজেডি-কে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন। তিনি বলেন, "আজ  বিহারের সেই পুরনো জঙ্গলরাজের দিনগুলোর কথা মনে পড়ছে। একসময় লালু প্রসাদ যাদব পুলিশ ডিআইজিকে ‘খৈনি বানানোর’ নির্দেশ দিতেন। পুলিশ তখন তাদের ব্যক্তিগত চাকরের মতো কাজ করত।"

shahnawaz hussainw1.jpg

এছাড়াও তিনি আরও বলেন, "পুলিশ কর্মীদের কাজ নিরাপত্তা দেওয়া, নাচগান করা নয়। তাদের হুমকি দিয়ে বলা হচ্ছে, না নাচলে কাজ থেকে বরখাস্ত করা হবে। কিন্তু তেজ প্রতাপের কাছে কি কাউকে কাজ থেকে বরখাস্ত করার ক্ষমতা আছে ? এটা কী ধরনের রসিকতা ?"