নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ইস্যুতে, বিজেপি নেতা পারভেশ ভার্মা এদিন বলেন, “প্রথমে আমাদের বুঝতে হবে এই সমস্ত লোক কোন দলের ভোটার। তারা যেই হোক না কেন, তারা বাংলাদেশী বা রোহিঙ্গা, তারা কখনই বিজেপিকে ভোট দেয় না। তারা আমাদের দেশের শত্রু, তাই আমাদের দেশের এই শত্রু দলগুলি, তা AAP, কংগ্রেস বা TMC যেই হোক না কেন, এই সমস্ত লোকেরা এই দলগুলিকে সমর্থন করে এবং এই দলগুলিই রক্ষা করার জন্য কাজ করে। এখানকার আম আদমি পার্টির বিধায়করা তাদের সমর্থন করেন, তাদের পক্ষে দাঁড়ান, এবং প্রয়োজনে আদালতে তাদের আইনজীবীও দেন। অরবিন্দ কেজরিওয়ালের পুরো ষড়যন্ত্র ধীরে ধীরে ফাঁস হয়ে যাচ্ছে। এখন আমরা দেখব কোন দল, কোন নেতা এতে জড়িত। কিন্তু এই সমস্ত লোক বিজেপির ভোটার নয়, তারা আমাদের শত্রু”।