মোদী ঢেউকে ভয় পেয়েই কলকাতায় ১৪৪ ধারা জারি!

টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, "পশ্চিমবঙ্গের জনগণ ২৮শে মে যাতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে না পারেন, তার মরিয়া চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে সমগ্র কলকাতা জুড়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।"

author-image
Tamalika Chakraborty
New Update
anurag thakurrr.jpg


নিজস্ব সংবাদদাতা : টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, "পশ্চিমবঙ্গের জনগণ ২৮শে মে  যাতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে না পারেন, তার মরিয়া চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে সমগ্র কলকাতা জুড়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে,  এটাই ইন্ডিয়া জোটের পরাজয় প্রমাণ করে। নির্বাচনী প্রক্রিয়াকেব্যাহত করার ষড়যন্ত্রের স্পষ্ট লক্ষণ এটা। কোথায় রাহুল গান্ধী এবং তাঁর 'সংবিধান বাঁচাও' স্লোগান? INDI গ্যাং স্থায়ীভাবে নিশ্চিহ্ন হতে চলেছে৷ আপনি কি মনে করেন এই ধরনের অপকর্ম মোদীর ঢেউ বন্ধ করবে?"

anurag thakur dfg.jpg

 

 tamacha4.jpeg