থামতে বলতে চাই! CAA নিয়ে কাকে এই বার্তা দিলেন মোদির সরকারের নেতা?

কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা আরএস প্রসাদ সিএএ নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে করলেন কটাক্ষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
Ravi_Shankar_Prasad

নিজস্ব সংবাদদাতা: সিএএ নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিবৃতিকে কেন্দ্র করে মুখ খুললেন বিজেপি নেতা আরএস প্রসাদ।

KEJRI .jpg

বিজেপি নেতা এবার বলেন, 'এটি কোনও ভারতীয়কে তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করে না। সিএএ শুধুমাত্র তাদের নাগরিকত্ব দেয় যারা তাদের বিশ্বাসের ভিত্তিতে নির্যাতিত হয়। যারা সিএএ-র নামে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন, তাদের থামতে বলতে চাই। মিথ্যা বলা বন্ধ করুন। আমি দক্ষিণ ভারতের দলগুলিকে, বিশেষ করে কেরালা এবং তামিলনাড়ু থেকে, বিদ্বেষ ছড়ানো বন্ধ করার আহ্বান জানাই'৷

saasasas

Add 1

স

cityaddnew

স