নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলা নিয়ে বড় মন্তব্য করলেন হেভিওয়েট বিজেপি নেতা রাভিন্দর রায়না। এই ঘটনার পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলেই মনে করেন তিনি। তিনি বলেন,''পহেলগাঁও-এ আজ পাকিস্তানি জঙ্গিরা নিরীহ পর্যটকদের উপর এক কাপুরুষোচিত হামলা চালিয়েছে। পাকিস্তানের জঙ্গিরা ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও আমাদের আধাসামরিক বাহিনীর জওয়ানদের মুখোমুখি হতে পারে না।''
/anm-bengali/media/media_files/o1MvgkNmhUK8oC1B7ujd.jpg)
আহত পর্যটকদের সম্পর্কে তিনি বলেন,''বেশকিছু আহত পর্যটককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনা ও পুলিশ বাহিনী সম্পূর্ণ এলাকা ঘিরে রেখেছে। আমি নিশ্চিত এই জঙ্গিদের ও তাদের সহায়তাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে।"