নিজস্ব সংবাদদাতাঃ হায়দ্রাবাদের মালকাজগিরিতে প্রধানমন্ত্রী মোদীর রোড শো সম্পর্কে বিজেপি নেতা রামচন্দ্র রাও বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালকাজগিরি রোড শো করতে যাচ্ছেন। বিজেপি এখানে বিশাল রোড শো করছে, প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে ২ লক্ষেরও বেশি লোক আসছেন। আজ তাঁর এই সফর মালকাজগিরি এবং গোটা তেলেঙ্গানায় বিজেপির ভাগ্য ঘুরিয়ে দেবে।"
/anm-bengali/media/media_files/fG0ghBkjlKOBifFhjTFr.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)