নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে যে দিল্লির মোট ৭০টি আসনের মধ্যে বিজেপি ৩২টি আসনে, AAP ১৪টি আসনে এগিয়ে। নয়াদিল্লি বিধানসভা আসনে বিজেপি নেতা পরবেশ ভার্মা এগিয়ে, AAP-এর অরবিন্দ কেজরিওয়াল পিছিয়ে।