ছুটিতে যাচ্ছেন রাহুল গান্ধী! ভারত ন্যায় যাত্রার ঘোষণার পরেই বড় তথ্য ফাঁস

'ভারত জোড়ো যাত্রা'র পর এবার 'ভারত ন্যায় যাত্রা'। কিন্তু তার আগেই রাহুল গান্ধীকে নজিরবিহীন কটাক্ষ করলেন বিজেপি নেতা। কী দাবি তাঁর?

author-image
Anusmita Bhattacharya
New Update
nyay

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: 'ভারত জোড়ো যাত্রা'র পর এবার 'ভারত ন্যায় যাত্রা' করতে চলেছেন রাহুল গান্ধী। বিজেপি নেতা নলিন কোহলি বলেন, "১৫ জানুয়ারি বা তার আশেপাশের তারিখটিতে সম্ভবত রাহুল গান্ধী তাঁর আন্তর্জাতিক ভ্রমণ বা ছুটিতে থাকতে পারেন এবং তার পরে তাঁর উপস্থিতি সবাইকে অনুভব করতে চান৷ বিষয়টি হল ন্যায় কী? এই দেশে ন্যায় বা ন্যায়বিচার হচ্ছে গত বহু বছর ধরে ৮০ কোটি মানুষ প্রধানমন্ত্রী মোদীর সরকারের কাছ থেকে রেশন পাওয়ার পর৷ ন্যায় যা আপনি করেন, আপনি যা স্লোগান হিসাবে তৈরি করেন তা নয়"৷