নিজস্ব সংবাদদাতা: 'ভারত জোড়ো যাত্রা'র পর এবার 'ভারত ন্যায় যাত্রা' করতে চলেছেন রাহুল গান্ধী। বিজেপি নেতা নলিন কোহলি বলেন, "১৫ জানুয়ারি বা তার আশেপাশের তারিখটিতে সম্ভবত রাহুল গান্ধী তাঁর আন্তর্জাতিক ভ্রমণ বা ছুটিতে থাকতে পারেন এবং তার পরে তাঁর উপস্থিতি সবাইকে অনুভব করতে চান৷ বিষয়টি হল ন্যায় কী? এই দেশে ন্যায় বা ন্যায়বিচার হচ্ছে গত বহু বছর ধরে ৮০ কোটি মানুষ প্রধানমন্ত্রী মোদীর সরকারের কাছ থেকে রেশন পাওয়ার পর৷ ন্যায় যা আপনি করেন, আপনি যা স্লোগান হিসাবে তৈরি করেন তা নয়"৷