জাতীয় স্তরে INDI জোট অস্তিত্বহীন!

আপ ও কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে INDI জোটকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা।

author-image
Shroddha Bhattacharyya
New Update
mop

নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা নলিন কোহলি বলেছেন, "আপ (AAP) এবং কংগ্রেসের মধ্যে যে আসন ভাগাভাগি হয়েছে তারপরে বেশ কিছু বিষয় পরিষ্কার হয়েছে৷ প্রথমটি হল কংগ্রেস স্বীকার করেছে যে আঞ্চলিক দলগুলি কয়েকটি রাজ্যে জুনিয়র অংশীদার হবে৷ জাতীয় স্তরে, INDI জোটের কোনও অস্তিত্ব নেই৷ আপ কঠোর বাস্তবতা স্বীকার করেছে যে জোটের বিশ্বাসযোগ্যতা হ্রাস পাচ্ছে। বিশেষত দিল্লিতে দুর্নীতি, মদ কেলেঙ্কারির গুরুতর অভিযোগের কারণে আপ দলের দুই মন্ত্রী কারাগারে রয়েছে৷ অরবিন্দ কেজরিওয়ালকে ইডি(ED) বারবার সমন পাঠাচ্ছে। এসবের কারণে আপ পার্টি বুঝে গেছে তাদের অস্তিত্ব আর বেশি দিন নেই। তাই এখন ওদের এইসব করতে হচ্ছে। দেশের বিরোধী দলগুলি ভালো করে জানেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১০ বছরে যে পরিমান উন্নয়ন করেছে তাতে মানুষ বিজেপিকে ছাড়া অন্য কাউকে ভোট দেবেনা। তাই এখন তাদের নানান কৌশল করতে হচ্ছে।"

add 4.jpeg

cityaddnew

স

স