'ধর্মনিরপেক্ষ শেরওয়ানি' পরে 'সাম্প্রদায়িক কুখ্যাতি' চালাতে অভ্যস্ত! ওয়াইসিকে তুলোধোনা নেতার

উত্তরপ্রদেশের কানওয়ার রুটে খাবারের দোকানের 'নেমপ্লেট' নিয়ে বিশেষ মন্তব্য করেছেন বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি।

author-image
Probha Rani Das
New Update
Mukhtar Abbas Naqvi j1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের কানওয়ার রুটে খাবারের দোকানের 'নেমপ্লেট' নিয়ে বিশেষ মন্তব্য করেছেন বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি

তিনি বলেন, “সীমিত প্রশাসনিক নির্দেশিকার ভিত্তিতে বিভ্রান্তি ছড়িয়েছিল। আমি খুশি যে রাজ্য সরকার সমস্ত সাম্প্রদায়িক বিভ্রান্তি দূর করেছে। কানওয়ার যাত্রার ভক্তি, শ্রদ্ধা ও নিরাপত্তার প্রশ্নে কারও কোনও আপত্তি নেই। এ ধরনের বিষয়ে সাম্প্রদায়িক বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা কারও করা উচিত নয়। এটা কোনো দেশ, ধর্ম বা মানবজাতির জন্য মঙ্গলজনক নয়।

r

এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির এই বিষয়ে মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, "কিছু লোক 'ধর্মনিরপেক্ষ শেরওয়ানি' পরে 'সাম্প্রদায়িক কুখ্যাতি' চালাতে অভ্যস্ত। আমি মনে করি, এটা দেশের স্বার্থে নয়, যাদের জন্য তারা এটা করছে তাদের স্বার্থে নয়।” 

Adddd