নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ লোকসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি চলছে জোরকদমে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে শিখ সম্প্রদায়ের সদস্যরা দিল্লিতে বাইক র্যালি করেছেন।
/anm-bengali/media/media_files/zkNVSLDUfCLuMUiFgj6b.jpg)
বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শিখ সম্প্রদায়ের সমর্থন জানাতে যুবকরা একটি বাইক র্যালি বের করেছে। ১৯৮৪ সালের দাঙ্গায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কর্তারপুর সাহিব করিডোর তৈরি করা, গুরু গোবিন্দ সিংয়ের চার পুত্রের আত্মত্যাগকে স্মরণ করার জন্য বীর বাল দিবস উদযাপন করা বা আফগানিস্তান থেকে শিখ সম্প্রদায়কে উদ্ধার করা হোক। অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে আসার পর থেকেই হতাশ হয়ে পড়েছেন এবং সে কারণেই তিনি মিথ্যা কথা বলে চলেছেন। ২০১৪ ও ২০১৯ সালে তিনি কারাগারে ছিলেন না।”
/anm-bengali/media/media_files/7KLJy6YwIzyBpxFaqOyQ.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)