জবাব আপনাদের দিতেই হবে ! রাহুল-সোনিয়াকে কড়া ভাষায় আক্রমণ করলেন মনজিন্দর সিং সিরসা

কেন এই কথা বললেন দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা ?

author-image
Debjit Biswas
New Update
manjinder singh sirsaqq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার ন্যাশনাল হেরাল্ড মামলা প্রসঙ্গে  রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করলেন দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা। তিনি বলেন, "গান্ধী পরিবারের কিছু দুষ্কৃতী ও কংগ্রেসের কর্মীরা আজ রাস্তায় নেমে অশান্তি করছে। তাদের দাবি, ইডি ও সিবিআই রাহুল-সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করতে পারে না, কারণ তারা গান্ধী পরিবার থেকে এসেছে। আগে হয়তো এসব চলত, কিন্তু এখন মোদিজির সরকার চলছে। আপনাদের জবাব দিতেই হবে।''

rahul gandhi

এরপর তিনি বলেন, ''দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য তৈরি হওয়া 'ন্যাশনাল হেরাল্ড' পত্রিকাকে আপনারা লুট করেছেন। এখন সমস্ত সত্য সামনে আসবে এবং জনতাকে আপনাদের উত্তর দিতেই হবে।"