নিজস্ব সংবাদদাতা : এবার ন্যাশনাল হেরাল্ড মামলা প্রসঙ্গে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করলেন দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা। তিনি বলেন, "গান্ধী পরিবারের কিছু দুষ্কৃতী ও কংগ্রেসের কর্মীরা আজ রাস্তায় নেমে অশান্তি করছে। তাদের দাবি, ইডি ও সিবিআই রাহুল-সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করতে পারে না, কারণ তারা গান্ধী পরিবার থেকে এসেছে। আগে হয়তো এসব চলত, কিন্তু এখন মোদিজির সরকার চলছে। আপনাদের জবাব দিতেই হবে।''
/anm-bengali/media/media_files/6pqabXBEbpUwuuwLE8sE.jpg)
এরপর তিনি বলেন, ''দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য তৈরি হওয়া 'ন্যাশনাল হেরাল্ড' পত্রিকাকে আপনারা লুট করেছেন। এখন সমস্ত সত্য সামনে আসবে এবং জনতাকে আপনাদের উত্তর দিতেই হবে।"