মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে অসম্মানজনক মন্তব্য! বিজেপি নেতার বিরুদ্ধে ক্রমেই বাড়ছে ক্ষোভ

মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে অসম্মানজনক মন্তব্য বিজেপি নেতার। ফুঁসছে আপ।

author-image
Tamalika Chakraborty
New Update
aap spoke person


নিজস্ব সংবাদদাতা:  দিল্লির মুখ্যমন্ত্রী অতীশিকে নিয়ে বিজেপি নেতা রমেশ বিধুরির আপত্তিকর বক্তব্যের প্রসঙ্গে আপ মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর বলেছেন, " তিনি যদি ভুল করে বিধায়ক হয়ে যান তাহলে মহিলাদের প্রতি তার কেমন মনোভাব থাকবে তা একবার কল্পনা করুন। দিল্লির জনসাধারণের অরবিন্দ কেজরিওয়ালের প্রতি অনেক সমর্থন রয়েছে। রমেশ বিধুরি দিল্লির মুখ্যমন্ত্রী অতীশির কাছ থেকে খুব বড় ব্যবধানে হারবেন। সেটাই হবে প্রতিশোধ।" প্রসঙ্গত, বিজেপি রমেশ বিধুরি শুধু দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি নয়,  কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। 

 

g6nr8rk_atishi-kejriwal_625x300_17_September_24