নিজস্ব সংবাদদাতাঃ চলতি বছরেই বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে মধ্যপ্রদেশে। ইতিমধ্যে আসন্ন এই ভোটকে পাখির চোখ করে রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার পর্ব চালাচ্ছে। এসবের মাঝেই এবার বড় ঘোষণা করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়কে ইন্দোর-১ আসন থেকে প্রার্থী করা হয়েছে। ভোটারদের সঙ্গে দেখা করতে তিনি তার নির্বাচনী এলাকা সফর করছেন। এদিকে, এক জনসভায় ভাষণ দিতে গিয়ে কৈলাশ বিজয়বর্গীয় এমন কিছু বলেন, যা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করুন। এবার কংগ্রেসকে একটি ভোটও দেওয়া উচিত নয়।‘ বিজেপি নেতা বলেন, যে সব ওয়ার্ড থেকে কংগ্রেস একটি ভোটও পাবে না, সেই ওয়ার্ডের বুথ সভাপতিকে তিনি ৫১ হাজার টাকা করে দেবেন।
কংগ্রেসকে ভোট না দিলে ৫১,০০০ টাকা! বড় ঘোষণা BJP নেতার
কৈলাশ বিজয়বর্গীয় বলেছিলেন যে দল তাকে টিকিট দিয়েছে তবে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার কোনও ইচ্ছা নেই।
Follow Us
নিজস্ব সংবাদদাতাঃ চলতি বছরেই বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে মধ্যপ্রদেশে। ইতিমধ্যে আসন্ন এই ভোটকে পাখির চোখ করে রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার পর্ব চালাচ্ছে। এসবের মাঝেই এবার বড় ঘোষণা করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়কে ইন্দোর-১ আসন থেকে প্রার্থী করা হয়েছে। ভোটারদের সঙ্গে দেখা করতে তিনি তার নির্বাচনী এলাকা সফর করছেন। এদিকে, এক জনসভায় ভাষণ দিতে গিয়ে কৈলাশ বিজয়বর্গীয় এমন কিছু বলেন, যা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করুন। এবার কংগ্রেসকে একটি ভোটও দেওয়া উচিত নয়।‘ বিজেপি নেতা বলেন, যে সব ওয়ার্ড থেকে কংগ্রেস একটি ভোটও পাবে না, সেই ওয়ার্ডের বুথ সভাপতিকে তিনি ৫১ হাজার টাকা করে দেবেন।