নিজস্ব সংবাদদাতাঃ কেরালা সফরে গিয়ে বড় মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। আজ সোমবার কেরালার তিরুবনন্তপুরম কেরালা সরকারের নীতির বিরুদ্ধে এনডিএ-র বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, "এই সরকার অ্যালকোহলের ব্যবহার বাড়ানোর সাথে জড়িত। তারা এখানে অবৈধ অ্যালকোহল বিতরণ রক্ষা করতে এসেছে। এই সরকার কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকেও ব্যাহত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল জীবন মিশনের আওতায় ৭০ লক্ষ ট্যাপ সংযোগ দেওয়ার অনুমোদন দিয়েছিলেন, কিন্তু পিনারাই বিজয়ন সরকার মাত্র ১২ লক্ষ ট্যাপ সংযোগ দিতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী মোদী ৬৬ নং জাতীয় সড়কের অনুমোদন দিয়েছিলেন, যেখানে আমরা ছয় লেন করতে যাচ্ছি, কিন্তু বর্তমান সরকার জমি না দিয়ে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে।“ দেখুন ভিডিও...