নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং বলেন, "আজ দেশের মোদীকে প্রয়োজন। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে নরেন্দ্র মোদী বিহারে জিতবেন। ১৯৯৫ সালে 'নৌতানকাই মাস্টার' লালুপ্রসাদ যাদব মানুষকে ধোঁকা দিয়েছিলেন। লোকসভা ভোটের ফল দেখে বিরোধীরা চমকে যাবে।"
/anm-bengali/media/media_files/hNoqXDcrsbZAM5AhNZTt.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)