নিজস্ব সংবাদদাতা: দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে বিজেপি নেতা গৌরব বল্লভ বলেছেন, " দিল্লির জনগণ দিল্লিতে দুর্নীতির সমস্ত অপরাধীদের পরাজিত করেছে। কংগ্রেস আর কোনও দল নেই, তারা কেবল সময় পার করছে। তিনবার শূন্য ভোট পাওয়ার পরেও যারা নিজেদেরকে নায়ক মনে করে। তাদের সম্পর্কে কী বলা যেতে পারে? AAP এখন ইতিহাসে পরিণত হয়েছে। এর কোনও ভবিষ্যৎ নেই।"