রক্ষকই যখন ভক্ষক, শিশুকে ধর্ষণ পুলিশ কর্তার! গর্জে উঠল বিজেপি

ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত সাব-ইন্সপেক্টরের মৃত্যুদণ্ডের দাবিতে রাহুওয়াস থানার বাইরে জড়ো হন শত শত মানুষ।

author-image
SWETA MITRA
New Update
cong bjp.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার রাজস্থানে প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। রাজস্থান (Rajasthan) পুলিশের এক সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে দেশ তোলপাড় হয়ে উঠেছে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে এবার গর্জে উঠল বিজেপি (BJP)। রাজস্থানের দৌসায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে বিজেপি নেত্রী দিয়া কুমারী (Diya Kumari) বলেন, "এটি একটি লজ্জাজনক ঘটনা। গত পাঁচ বছরে রাজস্থানে এ ধরনের ঘটনা ক্রমাগত ঘটছে। গেহলট সরকার এই বিষয়ে নীরব এবং ন্যায়বিচার নিশ্চিত করে না। রাজস্থানকে ধর্ষণের রাজধানী বলা হচ্ছে, তার দায় কে নেবে? পদক্ষেপ নেওয়ার দায়িত্ব গেহলট সরকারের। গত পাঁচ বছরে তারা তা করেনি, এখন তারা কী করবে?"