ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিতে চান মুখ্যমন্ত্রী! বিস্ফোরক বিজেপি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে ইচ্ছুক'-এর রিপোর্টের প্রেক্ষিতে বিস্ফোরক নেতা বিজেপি নেতার।

author-image
Tamalika Chakraborty
New Update
bjp leader vvv

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে ইচ্ছুক'-এর রিপোর্টের প্রেক্ষিতে  বিজেপি নেতা প্রদীপ ভান্ডারি বলেছেন, "INDI জোটের কোনও নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা ভাদ্রার নেতৃত্বে বিশ্বাস করেন না৷ INDI জোট বিশ্বাস করে যে রাহুল গান্ধী রাজনৈতিকভাবে ব্যর্থ।  কখনও অখিলেশ যাদব বলেন তিনি নেতা, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি নেতা। কখনো বলেন স্ট্যালিন তিনিই নেতা এবং সবাই এক কণ্ঠে বলে যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা ভাদ্রা নেতা নন। আমরা শুধু রাহুল গান্ধীকে শিশুবলি না, ইন্ডিয়া জোট রাহুল গান্ধীকে শিশু বলে।"

Mamata Banerjee