মহারাষ্ট্রের রাজনীতিতে আমুল পরিবর্তন! কোন দিকে তাকিয়ে রাজ্যের জনগণ

মহারাষ্ট্রের রাজনীতিতে আমুল পরিবর্তন হয়েছে। এই প্রসঙ্গে কী বলছেন বিজেপি নেত্রী...

author-image
Tamalika Chakraborty
New Update
poonam mahajan

নিজস্ব সংবাদদাতা:  গত পাঁচ বছরে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির  আমুল পরিবর্তন হয়েছে। এই প্রসঙ্গে  বিজেপি নেতা পুনম মহাজন বলেছেন, "মহারাষ্ট্র একটি অত্যন্ত উন্নয়নশীল রাজ্য। এটি একমাত্র রাজ্য যেখানে আপনি গণতন্ত্রকে প্রাণবন্ত ভাবে দেখতে পাবেন। মহারাষ্ট্রে কখনও একটি দল নেই, এখানে সব সময় জোট থাকে। অন্য দলগুলোর বিরুদ্ধে কিন্তু এবার গণিত পাল্টেছে এবং দলগুলোর দিকও বদলেছে। কিন্তু মহাযুতির সঙ্গে আমাদের মতাদর্শ একই, সবটাই সেবার মহারাষ্ট্রের মানুষ আমরা চাই রাজ্যটি দেশের এক নম্বর রাজ্য হোক।"

 

১৩ নভেম্বর থেকে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন শুরু। তার আগে প্রতিটি দল  জোর কদমে প্রচার শুরু করেছে। বর্তমানে মহারাষ্ট্রে মহাযুতি সরকার ক্ষমতায় রয়েছে। এখন দেখার বিষয় এই নির্বাচনে কারা জয় লাভ করে। 

eknath shindeq1.jpg