কৃষকদের সঙ্গে রাজনীতি করছে সরকার! এবার ক্ষুব্ধ খোদ বিজেপি

বিজেপি বিস্ফোরক অভিযোগ করেছে যে কর্ণাটক সরকার রাজ্যে সরকার সেখানের কৃকদের সঙ্গে রাজনীতি করছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
karnataka bjp leader 111


নিজস্ব সংবাদদাতা: ওয়েনাডের কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ত্রাণ ঘোষণা করার  প্রসঙ্গো বিজেপি নেতা সিটি রবি বলেছেন, "রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে খুশি করতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এটি ঘোষণা করেছেন। এটি মানবতা নয়। কর্ণাটকের একজন কৃষক আত্মহত্যা করেছেন কারণ তারা তাদের নিজেদের রাজ্যের কৃষকদের কথা ভাবেন না। এখানে  তারা শুধু রাজনীতি করছে।"

 

 

karnataka cm editted.jpg