নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী শুক্রবার দিল্লির একটি আদালতকে জানান যে ব্রিটেনের এক আধিকারিক তাঁকে জানিয়েছেন যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজেকে ব্রিটিশ নাগরিক হিসাবে দাবি করেছেন। এই প্রেক্ষিতে আদালতের কাছে বিজেপি নেতা পাল্টা দাবি করেন যে রাহুলের ভারতীয় পাসপোর্ট যেন বাতিল করা হয়।
ভারতের আইন দ্বৈত নাগরিকত্ব রাখার অনুমতি দেয় না। তাই অন্য কোনও দেশের নাগরিক হলে একই সঙ্গে ভারতের নাগরিক হতে পারবেন না সেই ব্যক্তি। সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর রাহুল তাঁর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ফেরত দিয়ে দিয়েছিলেন।