নিজস্ব সংবাদদাতাঃ গাছ থেকে ঝুলছে বিজেপি নেতার মৃতদেহ। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের পালামু জেলায় উদ্ধার হয়েছে এক বিজেপি নেতার ঝুলন্ত দেহ। বিজেপি নেতার রহস্য মৃত্যু প্রসঙ্গে মহকুমা পুলিশ জানায়, মৃত বিজেপি নেতার নাম প্রমোদ সিং, বয়স ৩৫। বিজেপির এসসি সেল মানাতু মণ্ডল সভাপতির দায়িত্ব ছিলেন প্রমোদ। মৃত বিজেপি নেতার পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হয়েছে। প্রমোদ সিংয়ের রহস্য মৃত্যুর তদন্ত করছে পুলিশ।পুলিশ আরও জানায়, বুধবার বিকেল ৫ টা নাগাদ বাড়ি থেকে বের হন প্রমোদ সিং। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার এক নির্জন এলাকায় গাছ থেকে বিজেপি নেতার ঝুলন্ত দেহ মেলে। মৃত নেতার পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হয়েছে। জমি নিয়ে বিবাদের জেরে খুন হতে হয়েছে প্রমোদকে, দাবি পরিবারের। পরিবারের অভিযোগ, খুন করে তাঁর মৃতদেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে খুনকে আত্মহত্যার চেহারা দেওয়া যায়।
মৃত প্রমোদ সিংয়ের পরিবার পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তোলেন। তাঁদের দাবি, বুধবার রাত থেকে যখন নেতার খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন তাঁর পরিবার নিখোঁজ হওয়ার ডায়েরি করতে থানায় গিয়েছিলেন। কিন্তু তাঁদের সেই অভিযোগ গ্রহণ করেননি মানাতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রমোদ সিংয়ের বোন জানান, একজনের থেকে টাকা নিতে যাচ্ছে বলে বেরিয়েছিলেন দাদা। বলেছিলেন ২০ মিনিটের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না দাদার। মৃত বিজেপি নেতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে খুন নাকি আত্মহত্যা তা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।