সংগঠন-সরকার একে অপরের পরিপূরক! ফের বড় মন্তব্য বিজেপি নেতার

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের 'সরকারের চেয়ে সংগঠন বড়' পোস্ট প্রসঙ্গে বড় মন্তব্য করলেন বিজেপি নেতা বিএল ভার্মা।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক্মন

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের 'সরকারের চেয়ে সংগঠন বড়' পোস্ট প্রসঙ্গে বিজেপি নেতা বিএল ভার্মা বলেন, "আমিও পার্টির কর্মী। আমরা সবাই দলীয় কর্মীদের সম্মান করি। সংগঠনের কাজ হয় সংগঠনের মাধ্যমে, আর সরকার করে থাকে সরকারি কাজ। সংগঠন ও সরকার মিলে রাজ্যের (ইউপি) উন্নয়নে কাজ করছে। সংগঠন ও সরকার উভয়েরই নিজস্ব জায়গা রয়েছে। সংগঠন ও সরকার একে অপরের পরিপূরক।" 

দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কেশবপ্রসাদ মৌর্যের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, "এটা নিয়মিত বৈঠক ছিল।"