দিল্লির উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা হবে ! রেখাকে নিয়ে আশাবাদী বাঁশুরি স্বরাজ

রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তিনি বেজায় খুশি। এরপর রাজধানী দিল্লিতে ব্যাপক উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে রেখা গুপ্তা উন্নয়নের এক নতুন অধ্যায় লিখবেন।

author-image
Debjit Biswas
New Update
bansuri swaraj jk.jpg

নিজস্ব সংবাদদাতা : দিল্লিতে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে বিজেপি বাজি ধরেছে মহিলা মুখ রেখা গুপ্তাকে। আর এবার রেখাকে এই দায়িত্ব দেওয়ার জন্য উচ্ছাস প্রকাশ করেছেন, দিল্লির আরেক হেভিওয়েট মহিলা মুখ বাঁশুরি স্বরাজ। তিনি বলেন,  "রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তিনি বেজায় খুশি। এরপর রাজধানী দিল্লিতে ব্যাপক উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে রেখা গুপ্তা উন্নয়নের এক নতুন অধ্যায় লিখবেন।" এর পাশাপাশি নিজের মা ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয় সুষমা স্বরাজকে নিয়ে তিনি বলেন, "আজ একটি আবেগঘন দিন। আমার মা, সুষমা স্বরাজ নিশ্চিত ভাবেই রেখা গুপ্তাকে আশীর্বাদ করছেন।"