নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপ্রীতিকর শব্দ ব্যবহার করেছেন বলে অভিযোগ করছে বিজেপি। বিজেপি নেতা অমিত মালব্য নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "প্রধানমন্ত্রীর জন্য 'শালা' শব্দটি ব্যবহার করেছেন। একটি অত্যন্ত নিম্নরুচির ভাষা। একটি পাবলিক ফোরামে প্রধানমন্ত্রীর খ্যাতি ক্ষুণ্ন করার জন্য ইচ্ছাকৃতভাবে আক্রমণাত্মক ভাষা নির্বাচন করা তৃণমূলের প্রচলিত নীতি। মুখ্যমন্ত্রীর এই ধরনের মানহানিকর বক্তৃতার পর যদি তাঁর দলের সাংসদ এবং বিধায়করা সমাবেশের সময় আরও মারাত্মক মৌখিক আক্রমণের পথ অবলম্বন করেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এছাড়াও, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবমাননাকর ভাষার ব্যবহার বাংলার সাংস্কৃতিক ঐশ্বর্য, এর অন্তর্নিহিত গর্ব এবং এর জনগণের মর্যাদাকে ক্ষুণ্ন করছে।রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহান ব্যক্তিরা যত্ন সহকারে বাংলা ভাষার মান বাড়িয়েছিলেন। কিন্তু তৃণমূল সেই ভাষার মানকে নিম্নগামী করছে।"