নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেত্রী রাধিকা খেরা বলেছেন, "কংগ্রেসে কোনও শৃঙ্খলা নেই। এখানে বিজেপিতে খুব ভালো পরিস্থিতিতে আছে, শৃঙ্খলা রয়েছে। কংগ্রেসের সদস্যরা একসাথে হাঁটে না। লোকেরা একে অপরকে টেনে নীচে নামায়। বিজেপিতে সবাই এক সাথে চলাফেরা করেন। শেষ পর্যন্ত সবাই চলে যাচ্ছে, শুধুমাত্র বিজেপি থেকে যাবে। যে কর্মীরী ৩০-৪০ বছর কংগ্রেসকে দিয়েছেন তাঁদের কোন গুরুত্ব নেই। জামাই এখন দলের মালিক।"