‘হরিয়ানার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত কেজরিওয়ালের’, বিজেপি নেতা

'মদ কেলেঙ্কারির মতো আসল ইস্যু থেকে মনোযোগ সরাতে তারা নতজানু হয়েছে 'এবিসিডি'-র কাছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
arvind kejriwall1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: যমুনা নদীর জলে উচ্চ অ্যামোনিয়ার মাত্রার অভিযোগে আপের অভিযোগ নিয়ে পাল্টা বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালার প্রতিক্রিয়া, “অরবিন্দ কেজরিওয়াল ও আপের 'হিট অ্যান্ড রান' এবং 'শুট অ্যান্ড স্কুট'-এর রাজনীতি বন্ধ হতে চলেছে৷ তারা দেখতে পাচ্ছেন যে তারা নিজেদের হারিয়েছে৷ দিল্লি নির্বাচনে তাই, 'শীশ মহল' এবং মদ কেলেঙ্কারির মতো আসল ইস্যু থেকে মনোযোগ সরাতে তারা নতজানু হয়েছে 'এবিসিডি'-র কাছে। A অভিযোগের জন্য, B দোষারোপের জন্য, C ষড়যন্ত্র তত্ত্বের জন্য, এবং D ডাইভারশনের জন্য। হরিয়ানার অনেক মানুষ এমনকি দিল্লিতে যেখানে জল প্রবেশ করে সেখানে গিয়ে সেখানে ডুব দিয়ে সেই জল পান করেছিলেন। অরবিন্দ কেজরিওয়ালের হরিয়ানার জনগণের সামনে মাথা নত করে ক্ষমা চাওয়া উচিত। তিনি এই ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে পুরো দেশকে অপমান করেছেন”।

shehzadpoon1.jpg