‘আপের মহিলা সম্মান যোজনা ফাঁদ, পা দেবে না কেউই’: বৈজয়ন্ত জয় পান্ডা

'যার জন্য তারা সরকারী নিষেধাজ্ঞা মানেনি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে শিশু ও নারী সুরক্ষা দফতর মহিলা সম্মান যোজনার উপর একটি পাবলিক নোটিশ জারি করার বিষয়ে, বিজেপির জাতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত জয় পান্ডা এদিন বলেন, “তারা এই কথিত প্রকল্পগুলির জন্য ব্যক্তিগতভাবে নিবন্ধন করে দিল্লির জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে। যার জন্য তারা সরকারী নিষেধাজ্ঞা মানেনি। দিল্লির মানুষ নোংরা জল, রাস্তার বেহাল অবস্থা, মানুষের স্বাস্থ্য ও জীবিকাকে প্রাভাবিত করা দূষণ এবং যমুনার অবস্থা দেখে বিরক্ত। এই সব যোজনায় কিছু হবে না”। 

gaza women.jpg

একই সাথে বিজেপির জাতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত জয় পান্ডা এও বলেন, “আশ্চর্যের বিষয় হল, সরকারকে শাসক দল থেকে নিজেকে দূরে রাখতে হবে। কারণ AAP প্রকাশ্যে প্রতারণা করছে৷ তারা ১০ বছর ধরে দিল্লিতে ক্ষমতায় রয়েছে৷ বছরের পর বছর তারা নারী বা স্বাস্থ্যের জন্য এই স্কিমগুলো চালু করেনি। এতোদিনে গিয়ে মানুষের কথা ভাবছে”।

AirportBlastsPollution-ezgif.com-avif-to-jpg-converter