নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ড বিধানসভার বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা অমর কুমার বাউরি বলেছেন, "ঝাড়খণ্ড রাজ্য গঠনের পর থেকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার আজ শেষ হয়েছে। হেমন্ত সোরেনের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল। মানুষ ভেবেছিলেন তরুণ মুখ্যমন্ত্রী পরিবর্তন আনবেন। তিনি তরুণদের ভবিষ্যৎ নিয়ে উপহাস করেছেন। তার মধ্যে একটা অহংকার ছিল। তিনি নৈরাজ্য ছড়ানোর চেষ্টা করেছেন। এটাই ভারত, সংবিধান ও আইন সবার উপরে। মানুষ রাহুল গান্ধীর প্রতি করুণা করে। তাঁর পা রাখার আগেই সরকারের পতন হচ্ছে, সে বিহার হোক বা ঝাড়খণ্ড। 'অভাগা জিধর জিধর যায়ে, সাগর সুখে যায়ে'।"