নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সাংসদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। এই প্রসঙ্গে সংসদের শীতকালীন অধিবেশনে কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর উপর অভিযানে ৩০০ কোটি টাকার বেশি নগদ উদ্ধারের বিষয়ে কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম বলেছেন, " ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস পার্টির সাথে বিদেশি সংযোগ তৈরি করতে চায় ৷ যদি বেহিসাব নগদ পাওয়া যায় যেকোন জায়গা থেকে তাহলে সেটা আসলেই ব্যক্তি বা সেই প্রাঙ্গনের সাথে সংযুক্ত কর্পোরেট সত্তার উপর নির্ভর করে। কংগ্রেস পার্টির সাথে ব্যবসাকে যুক্ত করা যথারীতি বিজেপির কৌশলগুলির মধ্যে একটি। বিজেপি কংগ্রেস পার্টির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াবেই। কিন্তু মানুষ এর মধ্য দিয়ে দেখবে এবং তারা বুঝতে পারবে যে এটা বিজেপির আরেকটি প্রচারের হাতিয়ার। "