নিজস্ব সংবাদদাতাঃ জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে নীতীশ কুমারের বক্তব্যের প্রতিবাদে দিল্লিতে বিহার ভবনের বাইরে বিক্ষোভ দেখালো বিজেপি (BJP)। এদিকে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বক্তব্যের বিষয়ে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব বলেন, "বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিধানসভায় যে ধরনের অশালীন ভাষা ব্যবহার করেছেন তা নিন্দনীয়। এটা গণতন্ত্রের অপমান। নারীরাই দেশের শক্তি। নীতীশ কুমারের পদত্যাগ করা উচিত।“