"এবার যুদ্ধক্ষেত্রে দেখা করব"! মধ্যরাতে ভারতকে হুমকি দিয়ে গেল পাক প্রধানমন্ত্রী
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের তড়িঘড়ি বৈঠক রাজ্যগুলির মুখ্য সচিবদের সাথে!
৩০০০ ভারতীয় পতাকার মিছিল! হল ঘোষণা
ভারতীয় বাহিনীর দ্বারাই ভারতের গুরুদ্বারগুলিতে আক্রমণ? পাক হামলার মাঝেই বিস্ফোরক শিখ সম্প্রদায়
সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেই পাকিস্তান কারলো প্রাণ, এরপর এই দেশকে কি বলা যায়?
BREAKING: জম্মু ও কাশ্মীরের নাগরোটা সেনা ঘাঁটিতে সন্দেহজনক কার্যকলাপ! আজ রাতেই কি হবে বড় কিছু?
BREAKING: বাংলাদেশে নিষিদ্ধ হল আওয়ামী লীগ!
নিয়ন্ত্রণ রেখায় সীমান্ত লঙ্ঘনের পুনরাবৃত্তি? সজাগ করে দিলেন বিদেশ সচিব
‘এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের কড়া জবাব দেবে ভারত’, পাকিস্তানকে জোরালো বার্তা দিলেন বিদেশ সচিব

ভগবান রামকে প্রার্থী করল বিজেপি! কি বললেন সীতা?

ভগবান রামকে প্রার্থী করল বিজেপি।

author-image
Aniket
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা এবং মিরাট লোকসভার প্রার্থী, অরুণ গোভিলকে সমর্থন করে রোডশো করলেন অভিনেত্রী দীপিকা চিখলিয়া। তিনি রামায়ণে সীতার ভূমিকা পালন করেছিলেন। অপরদিকে অরুণ গোভিল রামের ভূমিকা পালন করেন।

এবার ভোট প্রচারে বেরিয়ে অরুণ গোভিলকে ভগবান রাম বলে উল্লেখ করলেন তার সীতা দীপিকা চিখলিয়া। তিনি বলেন, "ভগবান রাম দেশের সেবা করতে এসেছেন এবং আমরা তাকে সমর্থন করছি। আমি জনগণকে অরুণ জিকে ভোট দেওয়ার আহ্বান জানাই"।

Add 1

d