হিমাচল প্রদেশে কংগ্রেসের ওপর চাপ বাড়াচ্ছে বিজেপি, আসছে নানা অভিযোগ

'এই যুদ্ধ রাজনৈতিক এবং আইনগতভাবে শক্তিশালীভাবে লড়াই করা হবে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
himachal minister

File Picture

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের মুখ্য সংসদীয় সচিব (সিপিএস) মামলায় হাইকোর্টের আদেশে, হিমাচল প্রদেশের মন্ত্রী বিক্রমাদিত্য সিং এদিন বলেন, “আমাদের সরকার সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করবে এবং সেখানে আইনি লড়াই লড়বে৷ আইনি লড়াই সকলের অধিকার। যেদিন এই সিদ্ধান্ত এল, সিপিএস তার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। বিজেপি যখন থেকে বিরোধী দলে এসেছে, তখন থেকেই আমাদের সরকারকে একভাবে পতনের চেষ্টা করছে। অন্যান্য পদ্ধতি নিচ্ছে তারা। এমনকি সবচেয়ে খারাপ পরিস্থিতিতে, আমাদের শুধুমাত্র ১ জন বিধায়কের প্রয়োজন সেখানেও ক্ষতি করার চেষ্টা করছে তারা। এই যুদ্ধ রাজনৈতিক এবং আইনগতভাবে শক্তিশালীভাবে লড়াই করা হবে। আমরা এই যুদ্ধে জিতব দৃঢ়ভাবে”।

himachal cm editted .jpg

Modiiinhimachal.jpg